Aperture, ISO and Exposure চার্ট শেয়ার করবো এবং সংক্ষিপ্ত বিশ্লেষন করবো। আসুন শুরু করা যাক।

Aperture, ISO and Exposure চার্ট
Aperture: f/1.4 এ শুধুমাত্র সাবজেক্ট টি ফোকাস থাকবে এবং ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি ব্লার থাকবে।
>>>>>Aperture+>>>>
Aperture: f/32 এই ধরনের এপারচার আমরা মূলত ব্যবহার করি ল্যান্ডস্কেপ ছবির জন্য।
Exposure or Shutter speed: 1/1000 এই স্পীড এর ক্লিক করি আমরা স্পোর্টস ফটোগ্রাফি অথবা রানিং কোন কিছুর ছবি তোলার জন্য। 1/1000 মানে হলো ১ সেকেন্ড এর ১০০০ ভাগের ১ ভাগের মধ্যে ক্লিক হবে।
<<<<<<<Exposure or Shutter speed -<<<<<<
Exposure or Shutter speed: 1/2 এই স্পীড দিয়ে ছবি তোলা হয় রানিং মোশন বুঝানোর জন্য।
ISO: 50ISO ব্যবহার করা হয় যখন পর্যাপ্ত থেকেও বেশী আলো থাকে। যেমন মধ্য দুপুর এর সূর্যের আলো। অথবা স্টেজ এর ফ্লাড লাইট এর আলো। ISO হলো লাইট সেন্সিটিভিটি অপশন।
>>>>>>>ISO+>>>>>>
ISO: 25600 ব্যবহার করা হয় সাধারনত অমবস্যা রাতে তারার ছবি তুলতে। ISO যত বাড়াবেন তত কম আলোতেও ছবি তুলতে পারবেন, কিন্তু ছবিতে অনেক নয়েজ চলে আসবে। চার্ট এর নিচের ডান পাশের ছবিটি দেখুন।
0 comments:
Post a Comment